Thursday, 4 June 2020

টুনটুনি ও বেলী মেহুলির কোভিডকাল যাপন

টুনটুনি ও বেলীর লকডাউন যাপন

টুনটুনি মেহুলি বছর তিরিশের মহিলা। সোজা হয়ে দাঁড়াতে পারেনা। তবু জীবন থেমে নেই। ঘর দেখলে বিশ্বাস করা কঠিন যে, এটি মানুষের বাসস্থান। লকডাউনে কেমন অবস্থা জিজ্ঞাসা করতেই ঝড়ের বদলে বৃষ্টি নেমে এল। অভিযোগ নয়। হতাশাও নয়। হয়ত অভিমান। কেউ আগে বুঝি কেমন আছ? একথাটিও ভুলে জিজ্ঞাসা করেনি! রোগের চিকিৎসা হয়। বিজ্ঞান তাই জানান দেয়। কিন্তু যাদের হয়না তাদের কি হয়? একথা বই এর সিলেবাসে লেখা থাকে না। শুধু দেখে যেতে হয় । এবং ভুলে যেতে  বা এড়িয়ে যেতে হয়।চোখ ফিরিয়ে নেওয়ার শিক্ষা সিলেবাস না দিলেও সমাজ দেয়! তাই হয়ত টুনটুনিরা বিজ্ঞান আর প্রযুক্তির জয়গান গাওয়ার সুযোগ পায় না। সামনে সুসভ্য শিক্ষিত মানুষ দেখলে ডুকরে কেঁদে ওঠে! আসলে এই  লজ্জা কার এটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন! লকডাউনে  একবেলা আলু সেদ্ধ ।পরদিন একবেলা ভাত জোটে। একবেলা খাবার পাওয়াটাই জীবনের পরম পাওয়া আপাতত। 

বেলী মেহুলির হাতে সমস্যা। আঠাশ বছরের বেলী কাজ করতে পারে না ডান হাতে। একেই মহিলা। তারপরেও হাতের সমস্যা। কাজের হাত ! সব বর্গের সব মানুষের ভিড়ে এইটি বড় সত্য যে, মহিলার হাতটি সচল না হলে তার জীবনে নিশ্চিত বিপর্যয়। গঞ্জনার জীবন বেলীর। সবার মত মাঠে খাটার সুযোগ তার নেই। বাড়িতে অভাবে তাই মুখ ফুটে কিছু বলার ক্ষমতাও নেই। দিনে শুটকি মাছ আর ভাত। রাতে শুধুই আলু সেদ্ধ জুটেছে।    



জীবন আগেই সীমাবদ্ধতায় ভরিয়ে দিয়েছে। এখন পরিবারে এক কোনায় পড়ে থাকা ছাড়া উপায় নেই। লকডাউন সকলের জীবনে নতুন হলেও টুনটুনি ও বেলীর খুব চেনা এই পরিস্থিতি। ঘরে বসেই কাজ করা। বাইরে যাওয়ার দিনটাই আসেনি। তবু লকডাউনে পরিবারের চাপ এসে পড়েছে। বসে খাওয়ার খোঁটা এসে পড়েছে। তাই অপেক্ষা সব স্বাভাবিক হয়ে ওঠার। মাঠের কাজ শুরু হলে পয়সা তো কিছুটা আসবে হাতে! বেলী বলে, রান্নাঘরে তো এখন শুধুই জলটুকুই পড়ে থাকে! এটাই ক্ষিদে মেটানোর বড় সহায়!   

শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে  টুনটুনি ও বেলী ক্লান্ত। শিক্ষাগত যোগ্যতা নেই। তাই উজ্জ্বল কোনও দিনের স্বপ্ন দেখাও নেই। তবু আক্ষেপ লকডাউন না থাকলে সংসারের হাল কিছুটা তো ভালো থাকত! 

নবগ্রাম,মুর্শিদাবাদ 

No comments:

Post a Comment

কাথাষ্টিচ শিল্পী সোনালির লকডাউনের দিন

  কাঁথাষ্টিচ শিল্পী সোনালির লকডাউন যাপন    মেয়েদের সুন্দর মুখের নয়, সুন্দর কাজের জয়  সর্বত্র। সাফল্যের সীমানা দিগন্তপার। তাইতো সোনালীদের এত ...