Wednesday, 27 May 2020

বাসন্তির লকডাউনের দিন

বাসন্তির লকডাউন যাপন

বাসন্তি  বড় আশা নিয়ে গিয়েছিলেন স্বামীর হাত ধরে নয়ডা। প্রায়  চার বছর আগে পাড়ি দিয়েছিলেন কাজের সন্ধানে। গতবছরেই  এসেছিলেন নিজের দেশে। সপরিবারে। তখন কল্পনাও করেনি যে বিপর্যয় এভাবে নেমে আসবে। স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মাস পাঁচেক আগে। সামান্য পায়ে ব্যাথা বড় অসুখের আকার নেয়। তারপরে আসে লকডাউনের খাড়া। বাসন্তি ঠাকুর নিজেও ঘরে বসে থাকতে চায়নি। কিছু করার ইচ্ছা ছিল। কিন্তু ছোটো বাচ্চা রেখে কাজে যাওয়া সম্ভব হয়নি।

স্বামী নয়ডায় সার্কিট কোম্পানীতে কাজ করে। নানা জায়গায় চিকিৎসা করেও স্বামীকে সুস্থ করে তুলতে পারে না বাসন্তী। স্বামী শয্যাশায়ী হয়ে পড়ে। কোম্পানী যেখানে চিকিৎসার ব্যবস্থা করে সেখানে উন্নতি না দেখে বাসন্তী নিজেই টাকা দিয়ে ব্যবস্থা করে স্বামীর চিকিৎসার। এইমস এ চিকিৎসা চলে বেশ কিছুদিন। লকডাউনে তা বন্ধ হয়ে যায়। ফরিদাবাদে স্বামীকে নিয়ে যায় এক পরিচিত দিদি। সেখানে স্বামী আটকে পড়ে। এদিকে ছোটো বাচ্চা নিয়ে মহা  বিপদে পড়ে লকডাউনে  বাসন্তী।



বাসন্তী  অকপটে বলে  সংসার  চলে যেত। মেয়ে প্রাইভেট এক স্কুলেও পড়ত। কিন্তু ভাগ্যের ফেরে আজ এই জায়গায় এসে পড়েছে। নিজের জমানো সব টাকাই স্বামীর অসুখে খরচ করে ফেলেছে। দৈনন্দিন খাবারের জন্য বাইরে পাওয়া রেশনের উপর নির্ভর করতে হচ্ছে। স্বামীর অসুখ ও লকডাউনের সময় খরচ দুটি চালাতে অস্থির বাসন্তী। কোম্পানী কাজে  আদৌ  বহাল রাখবে কী না নিশ্চিত নয় বাসন্তী। স্বামীর  ফিটনেস সার্টিফিকেট জোগাড় হবে কিনা তা নিয়েও নিশ্চিত নয় বাসন্তী। আবার ফিরে এসে নতুন কাজ পাওয়াও অনিশ্চিত। সবমিলিয়ে এক পরিবার নিয়ে বিরাট সংকটে। বাচ্চা সবেমাত্র দ্বিতীয় শ্রেণি।

বাসন্তী বলে, "অনেক স্বচ্ছল পরিবারেও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে। বাচ্চার খাবার  ষ্টক করা যায়নি। সেটা সংগ্রহ করাও খুব কঠিন হয়ে পড়েছে। কাছের দোকান ১,২ সিরিজ ধরে খুলছে। সেখানেও খুব  ভিড়।" বাসন্তীর আক্ষেপ,
লকডাউন এত অতর্কিতে আর এতদিন দীর্ঘস্থায়ী  না হলে স্বামী হয়ত ফিটনেস সার্টিফিকেট জোগাড় করে কাজে যোগ দিতে পারত। একটা পরিবার অনিশ্চয়তা থেকে মুক্তি পেত। এখন স্বামী ফিরবে ফরিদাবাদ থেকে ৯ ই জুন। তারপরে কাজের কি হবে কেউ জানেনা। অল্প সংখ্যক লোক নিয়ে ফ্যাক্টরি চালু হয়েছে। বাসন্তী জানেনা তার স্বামীর ডাক আদৌ পড়বে কিনা। এদিকে সংসারের সবটাই বাসন্তীর হাতের মুঠো থেকে একটু একটু করে বেরিয়ে পড়ছে।  লজডাউন উঠলে স্বামীর ফিরে আসার অপেক্ষায় মুহূর্ত  গুনছে বাসন্তী।

কালনা,পূর্ববর্ধমান।

No comments:

Post a Comment

কাথাষ্টিচ শিল্পী সোনালির লকডাউনের দিন

  কাঁথাষ্টিচ শিল্পী সোনালির লকডাউন যাপন    মেয়েদের সুন্দর মুখের নয়, সুন্দর কাজের জয়  সর্বত্র। সাফল্যের সীমানা দিগন্তপার। তাইতো সোনালীদের এত ...